কাতারে ভিজিটরদের প্রতি মাসে হেলথ ইন্সুরেন্স ফি দিতে হবে ৫০ রিয়াল

কাতারে ২ অক্টোবর তারিখে পর্যটকদের হেলথ ইন্সুরেন্স নিয়ে একটি অফিসিয়াল গেজেট প্রকা’শ করা হয়েছে। অ’ফিসিয়াল গেজেটে কাতারের দর্শনার্থীদের এন্ট্রি ভিসার জন্য প্রিমি’য়াম স্বাস্থ্য বীমা হিসেবে প্রতি মাসের জন্য ৫০ রিয়াল নি’র্ধারণ করা হয়েছে।
২০২২ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭ নং সিদ্ধান্ত অনুসারে গত ৪ সেপ্টেম্বর তারি’খে দর্শনার্থীদের জন্য প্রিমিয়াম স্বাস্থ্য বীমা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর ফলে এখন থেকে কাতারে আগত ভিজিটরদের জন্য এই নতুন নিয়ম কার্যকর করা হবে। ২০২১ সালের ২২ নং আ’ইনের অনুচ্ছে’দ নং ১ অনুসারে, কাতারে আগত দর্শনার্থীদের এন্ট্রি ভিসার জন্য প্রিমিয়াম স্বাস্থ্য বীমা প্রতিমাসে ৫০ রিয়াল নির্ধারণ করা হয়েছে।
এন্ট্রি ভিসার ভিসার মেয়াদ বাড়ানো হলে প্রিমিয়াম স্বাস্থ্য বীমা একই পরিমাণে বা’ড়ানো হবে। উল্লেখ্য, আগামী মাসের ২০ তারিখে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ।
ইতিমধ্যে কাতার ২০২২ ফিফা বিশ্বকাপের টিকেট বিক্রির শেষ পর্ব শুরুর প্রথম দুই থেকে তিন ঘণ্টায় প্রায় ১ লাখ ২০ হাজার টিকেট বিক্রি হয়েছে। মোট বিক্রি হয়েছে ২৭ লাখ।