সুনামগঞ্জ

সুনামগঞ্জে লাগেজ ও কাপড়ের ব্যাগে মিললো গাঁজা, নারী-পুরুষ গ্রেফতার

নিউজ ডেস্ক- সুনামগঞ্জের ধর্মপাশায় লাগেজ ও কাপড়ের ব্যাগে মিললো ৪০কেজি গাঁজা। এ ঘটনায় নারীসহ দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (৩অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন লঞ্চঘাট থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার দজনগর গ্রামের বাসিন্দা মো.আনোয়ার হোসেনের ছেলে তুহিন মিয়া (২৮) ও একই উপজেলার মো. বাছির মিয়ার স্ত্রী ফাতেমা আক্তার (২৫)।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মিজানুর রহমান সিলেট প্রতিদিনকে জানান, কৌশল পরিবর্তন করে হবিগঞ্জের মাধবপুর থেকে ২টি লাগেজ ও ৩টি কাপড়ের ব্যাগে করে ১৯টি পলিপ্যাকে কস্টেপ পেঁচানো ৪০কেজি গাঁজা নিয়ে সুনামগঞ্জ থেকে লঞ্চ যুগে ধর্মপাশা হয়ে ঢাকা নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখান অভিযান চালিয়ে ৪০ কেজি গাাঁজা উদ্ধার ও দুজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Back to top button