আন্তর্জাতিক

হিজাব বিরোধী বিক্ষোভে ইরানে এখন পর্যন্ত নিহত ৯২

নিউজ ডেস্ক- ইরানে পুলিশ হেফাজতে কুর্দি নারী মাহ্সা আমিনি নিহত হওয়ার ঘটনায় চলমান বিক্ষোভ টানা তৃতীয় সপ্তাহে গড়িয়েছে।

মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস- আইএইচআর জানিয়েছে, বিক্ষোভে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এখন পর্যন্ত ৯২ জন নিহত হয়েছে।

ইরানে ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর নারীদের হিজাব পরা বাধ্যতামূলক করা হয়। মাশা আমিনীর হিজাব ঠিকমতো পরা হয়নি এ কারণ দেখিয়ে নৈতিকতা পুলিশ তাকে আটক করে। মাহ্সা আমিনিকে গ্রেপ্তার করার পর ১৬ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর থেকে দেশটির পোশাকবিধির বিরোধিতা ও মাহ্সা নিহত হওয়ার ঘটনার বিচারের দাবিতে ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিক্ষোভকালে ইরানী নারীরা হিজাব পুড়িয়ে, নিজেদের চুল কেটে তাদের ক্ষোভ প্রকাশ করছে। নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষও অব্যাহত রয়েছে।

Back to top button