প্রবাস

ক্যাথি হোকুলের সমর্থনে প্রবাসী বাংলাদেশীদের ফান্ড রেইজিং

নিউ ইয়র্ক প্রতিনিধি: নিউ ইয়র্ক সিটির স্টেট গভর্নর নির্বাচনে গভর্নর প্রার্থী ক্যাথি হোকুলকে সমর্থন জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা। সে লক্ষ্যে প্রবাসী বাংলাদেশীরা গেল ২৬ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় জ্যাকসন হেইটসের গুলশান টেরেস মিলনায়তনে ফান্ড রেইজিং অনুষ্ঠানের আয়োজন করেন।

জানা গেছে, বর্তমান ভারপ্রাপ্ত গভর্নর ক্যাথি হোকুল আগামী নভেম্বরে নির্বাচনে ডেমক্রেটিক পার্টির পক্ষ থেকে স্টেট গভর্নর পদে আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাকে সমর্থন করা বাংলাদেশীদের ফান্ড রেইজিং আয়োজনে প্রায় ৫০ হাজার ডলার সংগৃহীত হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। সমাবেশে সঞ্চালকের দায়িত্ব পালন করেন নিউ ইয়র্ক সিটির মেয়রের এশিয়ান বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান।.

‘বাংলাদেশিজ ফর কাথি হোকুল’ ব্যানারে আয়োজিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন, ক্যাসেল হিল মেডিকেল অব নিউইয়র্কের সিইও রাহাত মুক্তাদির, চিকিৎসক চৌধুরী এস হাসান, শাহ গ্রুপের কো-ফাউন্ডার ফৌজিয়া জে চৌধুরী, গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহনেওয়াজ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সেক্রেটারি মইনুল ইসলাম, প্রিমিয়াম রেস্টুরেন্টের সিইও বাবু খান।

নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম নারী গভর্নর ক্যাথি হোকুল তার বক্তব্যে বলেন, বাংলাদেশীরা মেধাবি এবং নিষ্ঠাবান। অভিবাসীরা কঠোর পরিশ্রমী এবং নিউ ইয়র্কের উন্নয়নে সীমাহীন অবদান রাখছেন। বাংলাদেশীরাও ইতোমধ্যেই পুরো কমিউনিটিতে নিজেদের অবস্থানকে উজ্জ্বল করেছেন।

ক্যাথি হোকুল বলেন, এই নিউ ইয়র্কে এখনও অনেক সমস্যা রয়েছে। আমি পুনরায় বিজয়ী হলে সেগুলোর সমাধানের চেষ্টা করব। বিশেষ করে অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে যুগান্তকারী কিছু পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, নিজের অধিকার ও মর্যাদার স্বার্থে ব্যালট যুদ্ধে অবতীর্ণ হওয়া জরুরি। বিশেষ করে সম্প্রতি ধর্ম ও জাতিগত বিদ্বেষের ফলে যেসব হামলা হয়েছে, সেসব বন্ধে আত্মনিয়োগ করতে পারা লোকজনদের নির্বাচিত করা দরকার।

শাহ গ্রুপের কো-ফাউন্ডার ফৌজিয়া জে চৌধুরী বলেন, দাতব্য বা দানশীলতাকে শুধুই একটি কাজ হিসেবে দেখা উচিত নয়। আমি মনে করি দানশীলতা হৃদয়ের গভীরতা থেকেই আসে। এইটিই শাহ ফাউন্ডেশন মূল্যবোধ। শাহ ফাউন্ডেশন পরিবার বিশ্বাস করে আমাদের স্লোগান, মূল্যবোধ ও মতাদর্শের সঙ্গে ক্যাথি হোকুলও বিশ্বাসী। আজ আমরা আপনাকে এখানে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজ আমরা আপনাকে এখানে আন্তরিকভাবে স্বাগত জানাই। আমরা সর্বান্তকরণে আপনাকে সব ধরনের সমর্থন ও সহযোগিতা দিতেই আজ এখানে সমবেত হয়েছি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন আমদানি প্রতিষ্ঠান ‘হক এ্যান্ড সন্স’র সিইও একেএম হক, রূপসী বাংলা ও অনুস্বর সম্পাদক শাহ্ জে. চৌধুরী, জেবিবিএর সভাপতি গিয়াস আহমেদ, পিরান ফ্যাশনের সিইও মোহাম্মদ আলম নমী, নেট কেবলেরর সিইও রহমান মালিক, ডিপলোমেট গ্রুপ ফ্যাশন ইনকের সিইও ফেড রকী, পিয়ার ট্যাক্স সার্ভিসের প্রেসিডেন্ট পিয়ার মোহাম্মদ, ডেমক্রেটিক পার্টির নেতা মোর্শেদ আলম, সাপ্তাহিক আজকালের প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, সিটি মেয়রের ডেপুটি কমিশনার দিলীপ চৌহান প্রমুখ।

উল্লেখ্য, নিউ ইয়র্ক সিটিতে এখন চলছে স্টেট গভর্নর নির্বাচন। এ নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী ও স্টেটের বর্তমান ভারপ্রাপ্ত গভর্নর ক্যাথি হকুল তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী কংগ্রেসম্যান লি জেলদিনের চেয়ে ১৭ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন। আগামী ৮ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

Back to top button