আন্তর্জাতিক

হারিকেন ইয়ানের তাণ্ডবে লন্ডভন্ড ফ্লোরিডা

নিউজ ডেস্ক- হারিকেন ইয়ানের আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একাংশ। স্থানীয় সময় বিকেল ৩টা ৫ মিনিটে কায়ো কোস্টা দ্বীপে ‘ক্যাটাগরি ৪’ মাত্রার ঝড়টি আছড়ে পড়ে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৪০ কিলোমিটার।

এখন পর্যন্ত ফ্লোরিডার ২০ লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বেশ কয়েকটি হাসপাতাল ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে। খবর সিএনএনের।

এছাড়া ফ্লোরিডার জ্যাকসনভিলে আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবারের সব ফ্লাইট বাতিল হয়েছে। হারিকেনের আঘাতে ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিমে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ঝোড়ো বাতাসের সঙ্গে অতি বর্ষণে তলিয়ে গেছে অনেক সড়ক। হারিকেনের প্রভাবে একটি নৌকাডুবির ঘটনায় ২০ অভিবাসী প্রত্যাশী নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তিনজনকে জীবিত উদ্ধার করেছে কর্তৃপক্ষ। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রাণহানি এড়াতে বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

Back to top button