সিলেট
সিলেটে সন্তানসহ রোহিঙ্গা দম্পতি আটক

নিউজ ডেস্ক- সিলেটের জৈন্তাপুরে সন্তানসহ রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া এলাকার সিলেট-তামাবিল মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মিয়ানমারের নজির আহমদের ছেলে ৩৪ বছর বয়সী শরীয়ত উল্যাহ, তার স্ত্রী ২২ বছরের তসলিমা বিবি, চার বছরের মেয়ে শরীফা আক্তার ও দুই বছরের মেয়ে শামীমা আক্তার।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে আসামপাড়া এলাকায় মহাসড়কে রোহিঙ্গা দম্পতিকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়। পরে শ্রীপুর ক্যাম্পে খবর দিলে সন্তানসহ রোহিঙ্গা দম্পতিকে আটক করে বিজিবি।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, সন্তানসহ রোহিঙ্গা দম্পতিকে আটক করে থানায় হস্তান্তর করেছে বিজিবি। ঊর্ধ্বতনদের নির্দেশনায় তাদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।