সারাদেশ

বঙ্গবন্ধুর খুনির জামাতার ৭ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি কর্নেল রশিদের মেয়ে শেহনাজ রশিদ খানের জামাতা মো. ফুয়াদ জামানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ সেপ্টম্বর) দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ রায় ঘোষণা করেন।

এছাড়া কারাদণ্ডের পাশাপাশি আসামিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সাজা দেয়া হয়।

মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ১৫ আগস্ট সকাল ৭টা ১৭ মিনিটে ফুয়াদ ফেসবুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নিয়ে কটূক্তি করেন। সেই সঙ্গে আদালতের রায়ে প্রমাণিত হত্যাকারীদের প্রকাশ্যে সমর্থন জানান।

এরপর ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর ফুয়াদ জামানকে গ্রেপ্তার করা হয়। ২০১৯ সালের ৪ জুলাই পুলিশ এ মামলায় আদালতে চার্জশিট দাখিল করেন। পরে গত বছরের ৬ জানুয়ারি আদালত চার্জ গঠন করে মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরুর আদেশ দেন। বিচার চলাকালে মোট সাতজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

Back to top button