আন্তর্জাতিক
অবিবাহিতদেরও গর্ভপাতের অনুমতি!

গর্ভপাত নিয়ে রায় দিয়েছে ভারতের সুপ্রিমকোর্ট। বিবাহিত বা অবিবাহিত, সব মহিলারই আইনি গর্ভপাতের অধিকার রয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগনেন্সি আইন নিয়ে একটি মামলার পরিপ্রেক্ষিতে এমনই জানিয়েছে দেশটির শীর্ষ আদালত।
এদিন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে, দেশের সব মহিলারই তিনি বিবাহিত হোন বা অবিবাহিত, তাদের প্রত্যেকের নিরাপদ এবং আইনি গর্ভপাতের অধিকার রয়েছে। এদিন শীর্ষ আদালত আরও জানিয়েছে, মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগনেন্সি আইনে গর্ভপাত করার ব্যাপারে বিবাহিত এবং অবিবাহিতদের ক্ষেত্রে কোনও ফারাক করা উচিত নয়।
বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ স্পষ্ট করে জানিয়েছে গর্ভপাত নিয়ে বিবাহিত এবং অবিবাহিত মহিলাদের মধ্যে কৃত্রিম পার্থক্য বজায় রাখা যাবে না। এক্ষেত্রে সব মহিলাকে স্বাধীনতা দিতে হবে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস