যুক্তরাষ্ট্রে আ’লীগ নেতা আব্দুস সোবহান গোলাপের ওপর চড়াও হওয়া দুই নেতা বহিষ্কার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফর কালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপের ওপর চড়াও হয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কয়েক নেতা। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে দেখা গেছে। ২৩ সেপ্টম্বর ম্যানহাটনের হোটেল লটে নিউইয়র্ক লবিতে এ ঘটনা ঘটে। এ সময় গোলাপ বিব্রতবোধ করে হোটেল রুমে চলে যান। তখন হোটেলের ৫১ তলায় অবস্থান করছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় দু’জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দরুদ মিয়া রনেল ও যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরীসহ কয়েকজন নেতা গোলাপের ওপর চড়াও হন।
জানা গেছে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের তিনজন নেতাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করান গোলাপ। এতে তারা ক্ষুদ্ধ হন। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতপ্রাপ্ত নেতারা হলেন আওয়ামী লীগ নেতা
ডা. মাসুদ হাসান, প্রদীপ রঞ্জন কর ও মো. আলী সিদ্দিকী। সাক্ষাতের সময় আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানও তাদের সাথে উপস্থিত ছিলেন।
দরুদ মিয়া রনেল জানান, যে তিনজন নেতা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেছেন, তারা আওয়ামী লীগের কেউ নন। তারা আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত। এখন তারা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগবিরোধী। তাই গোলাপের ওপর ক্ষুদ্ধ হয়েছেন রনেল। তবে তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বলে দাবি করেন। তার এ রকম আচরণ করা ঠিক হয়নি বলে মন্তব্য করেন। এ প্রতিনিধি তারিকুল হায়দারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।