প্রবাস
কুয়েত বিমানবন্দরে ৬০ প্রবাসী গ্রেফতার

প্রবাস ডেস্কঃ কুয়েতে নিজস্ব গাড়ি ব্যবহার করে বিমানবন্দর অবৈধভাবে যাত্রী সেবা দেওয়ার অভিযোগে ৬০ প্রবাসীকে গ্রেফতার করেছে স্থানীয় প্রশাসন।
গ্রেফতারদের মধ্যে রয়েছে বাংলাদেশ,ভারত ও মিসরীয় নাগরিক। তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
যাত্রীরা অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়।
এসব চালকের লাইসেন্স নেই, প্রতারণা ও চাঁদাবাজি হয়রানির অভিযোগও আসে। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় কুয়েত বিমানবন্দরে স্থানীয় প্রশাসন। এতে যাত্রী পরিবহণের সময় ৬০ প্রবাসী চালক ধরা পড়েন।
আইন অনুযায়ী, বিমানবন্দরে যাতায়াতে মালিকপক্ষের গাড়ী ব্যতিত ব্যক্তিগত যানবাহনে যাত্রী পরিবহণ করা নিষিদ্ধ।