নকল সাপ্লাই দেওয়ায় আটক আওয়ামীলীগ নেতার স্ত্রী

সিরাজগঞ্জের চৌহালীতে এসএসসি পরীক্ষার্থী এক ছেলে ও এক মেয়েকে নকল সাপ্লাই দেওয়ার অপরাধে দুই মাকে আটক করা হয়েছে। এ সময় তাদের সহযোগী আরও দুইজনকে আটক করা হয়। এছাড়া ৪টি মোবাইল ফোন ও ৯টি বই জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চৌহালীর ইউএনও আফসানা ইয়াসমিন গণমাধ্যমকে জানান, সোমবার এসএসসির রসায়ন পরীক্ষা চালাকালীন খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (কেন্দ্র-বি) একটি কক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করছিল চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সিফাত। কেন্দ্রের পাশের একটি বাড়িতে বসে ওই পরীক্ষার্থীর মা মাহফুজা পারভীন (৪০) মোবাইল ফোনের ম্যাসেঞ্জারের সাহায্যে উত্তরপত্র তৈরি করে ছেলেকে নকল পাঠাচ্ছেন।
এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে তাকে আটক করা হয়। আটক মাহফুজা পারভীন খাষকাউলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ সরকারের স্ত্রী। এ সময় তার সহযোগী আরেক ছেলে মাহবুবুল আলম ওরফে মাহিকেও আটক করা হয়।
এছাড়া আরেক পরীক্ষার্থী সানজিদা খাতুনকে মোবাইল ফোনে একই কায়দায় নকল সরবরাহের সময় মা মরিয়ম খাতুন শারমিন (৩২) ও সহযোগী আল আমিন হোসেনকে আটক করা হয়। এ কাজে ব্যবহৃত ৪টি স্মার্ট মোবাইল ফোন ও রসায়ন বিভাগের ৯টি বই জব্দ করা হয়।
এ বিষয়ে চৌহালী থানার ওসি হারুন অর রশিদ জানান, নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।