মৌলভীবাজার

রাজনগরে আলোচিত দুই ভাই হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

রাজনগর প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে নিহত ২ ভাই হত্যা মামলার প্রধান আসামি দের গ্রেফতার করা হয়েছে ।

রাজনগর থানা অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর নেতৃত্বে অভিযানে খুনের মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ সওকত মাসুদ ভূঁইয়া, এসআই(নিঃ) সুলেমান আহমদ সঙ্গীয় ফোর্সসহ (২৫ সেপ্টেম্বর) রবিবার দিবাগত রাত ০৩.০০ ঘটিকার সময় গোপন সংবাদ ও তথ্যপ্রযু্ক্তি ব্যবহারের মাধ্যমে রাজনগর থানাধীন তুলাপুর সাকিনের আলোচিত হত্যা মামলার আত্মগোপনকৃত প্রধান আসামী ১। উজ্জল দাস (২৮) এবং ২। রজত দাস (৪০), উভয় পিতা-রনলাল দাস, সাং-সুনামপুর, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার’দ্বয়কে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন জয়নগর(শারফিন) এলাকা হতে গ্রেফতার করা হয়। বিচারের নিমিত্তে আসামীদ্বয়কে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।আলোচিত হত্যা মামলায় এখন পর্যন্ত প্রদান আসমিসহ মোট ৫ জন কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় বলেন মামলার ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য যে ঘটনাটি ঘটে জেলার রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামে।

বিগত ২৩ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর পুর্ব শ্রত্রুতার জের ধরে কথা কাটাটির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষবাধে। এসময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তুলাপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের চুরিকাঘাতে মারাত্মক আহত হন তুলাপুর গ্রামের নুর মিয়ার ছেলে হেলাল মিয়া (৪০) ও কাজল মিয়া (২৫)। আহতদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকার ইউপি সদস্য লুৎফুর রহমানসহ ৫ জন আহত হন ।

Back to top button