কুলাউড়া
কুলাউড়ায় বসতঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের কুলাউড়ায় আগুনে পুড়ে একটি বসতঘর ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টায় উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা খাস এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘরের মালিক রেজিয়া খাতুন জানান, সকালে হঠাৎ করে ঘরে আগুন ধরে মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা ৬টি ছাগল, নগদ টাকা, আসবাবপত্র, কাপড়চোপড় পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কুলাউড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. শফিউল আলম জানান, ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।