রাজনগরে জমি নিয়ে বিরোধে আপন দুই ভাই খুন, আটক-৩

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের রাজনগরে জমি সংক্রান্ত বিরোধে আপন দুই ভাই খুন হয়েছেন। এঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, জুমার নামাজের পর পুর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষবাঁধে। এসময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্রে নিয়ে তুলাপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের চুরিকাঘাতে মারাত্মক আহত হন দুই ভাই হেলাল মিয়া (৪০) ও কাজল মিয়া (২৫)। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভুষন রায় এ প্রতিবেদককে বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে ২ ভাই নিহত হয়েছেন। এই ঘটনায় জড়িত অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।