খেলাধুলা
ঘানাকে পাত্তাই দিলোনা ব্রাজিল, তিন গোলের জয়

গোল যা দেওয়ার, প্রথমার্ধেই আসলে দিয়ে রেখেছিল ব্রাজিল। মার্কোইনোস একটি, পরের দুটি রিচার্লিসন। ঘানার বিপক্ষে বিরতির আগেই ৩ – ০ গোলে এগিয়ে যাওয়া ব্রাজিল দ্বিতীয়ার্ধে যেন নেমেছিল বেঞ্চের খেলোয়াড়দের খেলার সুযোগ দিতে। তাতে গোল আর বাড়ল না বটে, তবে কোচ তিতে সবাইকে বাজিয়ে দেখার সুযোগ তো পেলেন।
প্রীতি ম্যাচটা শেষ পর্যন্ত ব্রাজিল তাই জিতল ওই ৩-০ গোলেই। তবে এই স্কোরলাইন দিয়ে আসলে ঠিক বোঝানো যাচ্ছে না ম্যাচে কতটা দাপটের সঙ্গে খেলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ঘানার খেলোয়াড়রাও ম্যাচের বেশিরভাগ সময়ই আসলে দর্শক হয়ে দেখেছেন ব্রাজিলের খেলা।
বিস্তারিত আসছে…