সুনামগঞ্জ পুলিশের সফল অভিযান চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ আটক ২

সুনামগঞ্জ প্রতিনিধি:- সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের সফল অভিযানে সিলেটের জৈন্তাপুর থানার হরিপুর গ্রাম থেকে চোরাইমোটর সাইকেল উদ্ধার সহ ২ জন কে আটক করেছে পুলিশ।
১৭ই সেপ্টেম্বব রোজ শনিবার ভোর রাতে হরিপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায় ১৪ই সেপ্টেম্ভর বুধবার সুনামগঞ্জ জেলা শহরের বিলপাড় এলাকা থেকে জৈনক নিয়াকুল হাসান নামের এক ব্যাক্তির মোটরসাইকেল চুরির অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার এহসান শাহ নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি এখতিয়ার উদ্দিন তত্বাবধানে পুলিশের একটি চৌকশ অভিযানিক টিম এসআই হাবিবুর এসআই রফিকুল সঙ্গিয় ফোর্স সহ মোটরসাইকেল চোরচক্রের সন্ধানে তৎপরতা চালান।
ইতিমধ্যেই তারা গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে সিলেটের জৈন্তাপুর থানার হরিপুর গ্রামে অভিযান চালিয়ে হরিপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে ফারহান আহমেদ, বাবুল আহমেদের ছেলে রায়হান আহমদ কে আটক করে তাদের হেফাজতে থাকা বিলপাড় হতে চুরি হওয়া মোটরসাইকেল টি উদ্ধার করা হয়।
আটক নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল অফিসার ইনচার্জ ওসি ইখতিয়ার উদ্দিন জানান একটি মোটরসাইকেল চোরচক্র সুনামগঞ্জ থেকে মোটরসাইকেল চুরিকরে সিলেটের বিভিন্ন জায়গায় নিয়ে যায় আটককৃতদের কাছ থেকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় এসব তথ্য যাচাই বাছাইয়ের মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে চক্রের অন্যান্ন সদস্যদের আইনের আওতায় নিয়ে আসা হবে।