বিয়ানীবাজার উপজেলায় জাতীয় পরিচয়পত্রের সমস্যা সমাধানে গণশুনানি!

নিজস্ব প্রতিবেদকঃ সারা দেশের ন্যায় সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় ও এন আইডি কার্ডের জটিলতায় ভুক্তভোগীরা সংখ্যা কম নয়। প্রবাসী অধ্যুশিত এই অঞ্চলের ভুক্তভোগীদের কথা চিন্তা করে রবিবার বিয়ানীবাজার উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদের হলরুমে। নানা সমস্যা সমাধানে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়ছল কাদের।
গণশুনানিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ভুক্তভোগীরা ভীড় জমান জাতীয় পরিচয়পত্রের নানা সমস্যা নিয়ে। ভুক্তভোগীদের সাথে কথা বলে দেখা যায় কারো রয়েছে নামে সমস্যা, কারো বা বয়সে। প্রবাসে থাকায় দীর্ঘ দিন থেকে অনেকের সমস্যার হয় নি সমাধান। বিয়ানীবাজার-সিলেটের দূরত্ব কম নয়। তারপর ও সমস্যা সমাধানে যেতে হয়েছে বার বার। ভুক্তভোগীদের ভোগান্তি কমাতে এমন গণশুনানিতে স্বস্থি প্রকাশ ভুক্তভোগীদের।
রাব্বি আহমদ থাকেন আরব আমিরাতে। জাতীয় পরিচয়পত্রে রয়েছে নামের মধ্যে সমস্যা। সে কারণে পারছেন না পাসপোর্ট রিনিউ করতে। সেজন্য গণশুনানিতে এসেছেন সমস্যা সমাধান করতে
সামিয়া আক্তার(২৬) জাতীয় পরিচয়পত্রে বয়সের সমস্যা নিয়ে ছিলেন বেশ কয়েক দিন থেকে। সিলেট ও গিয়েছিলেন দুইবার। অবশেষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এই গণশুনানিতে এসে সমস্যা সমাধান হয়েছে তার। ফলে স্বস্থি প্রকাশ করেছেন।
গনশুনানির সময় সংবাদকর্মীদের সাথে কথা বলেন সিলেট বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়ছল কাদের। সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন প্রতি মঙ্গলবার সিলেট বিভাগীয় অফিসে হয় গণশুনানি। সমস্যা সমাধানে সেখানে যেতে পারেন ভুক্তভোগীরা। এ সময় তিনি সবাইকে দালালদের খপ্পর থেকে সতর্ক থাকতে আহ্বান জানান।
তবে এসব সমস্যা সমাধানে রয়েছে বেশ কয়েকটা ক্যাটাগরি। (ক) ক্যাটাগরিতে এন আইডি কার্ডে যে সমস্যা তা সমাধান করতে পারে উপজেলা নির্বাচন অফিস। (খ) ক্যাটাগরির সমস্যা সমাধান করেন সিলেট জেলা নির্বাচন অফিস। (গ) ক্যাটাগরির সমস্যা সমাধান করেন সিলেট বিভাগীয় নির্বাচন অফিস। আঞ্চলিক এই নির্বাচন কর্মকর্তার আহ্বান সমস্যার ক্যাটাগরি চিহ্নিত করে আবেদনের মাধ্যমে যেতে হবে নির্দিষ্ট অফিসে। তথ্যের জন্য সহায়তা নিতে পারেন উপজেলা নির্বাচন অফিসের।