কুলাউড়ায় চা বাগান থেকে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গোপাল নাইড়ু (৪৬) নামে এক চা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার লংলা চা বাগান থেকে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত গোপাল নাইড়ু লংলা চা বাগানের লালপুর লাইন বস্তি এলাকার বাসিন্দা ও দুই কন্যা সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, পরিবারের সবার অজান্তে বসতঘরের উত্তর পাশে একটি বরই গাছে রশি দিয়ে গলায় ফাঁস দেন গোপাল নাইড়ু। পরে গাছে ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানা নিয়ে আসে।
কুলাউড়া থানার এনআই অপু দাস গুপ্ত জানান, গোপাল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা জর্জরিত। এজন্য তাকে চিকিৎসাও করানো হয়েছে। এজন্য নিজে আত্মহত্যা করেছেন। পরিবারের স্ত্রী-সন্তানের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।