আন্তর্জাতিক

রানির সঙ্গে কাটানো স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক- শুক্রবার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের লন্ডনে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি রানিকে একজন ‘মাতৃতুল্য ব্যক্তিত্ব’ হিসেবে অভিহিত করেন।

এসময় প্রধানমন্ত্রী বছরের পর বছর ধরে কমনওয়েলথের জন্য অবদান রাখা রানির স্মরণে ভালো কিছু করার পরামর্শ দেন।

কমনওয়েলথ মহাসচিব কমনওয়েলথে অবদান রাখা রানির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, রাজা চার্লস (তৃতীয়) কমনওয়েলথের নতুন প্রধান হিসেবে কমনওয়েলথকে এগিয়ে নিয়ে যাবেন।

প্রধানমন্ত্রী চলতি বছরের জুন মাসে রুয়ান্ডায় কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে প্যাট্রিসিয়া স্কটল্যান্ড পুনরায় মহাসচিব নির্বাচিত হওয়া তাকে অভিনন্দন জানান।

মহাসচিব নারীর ক্ষমতায়ন, শিশু উন্নয়ন, মানসিক স্বাস্থ্য সমস্যা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সহিংস চরমপন্থা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের প্রশংসা করেন।

তিনি আবারও সফলভাবে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন।

এসময় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কমনওয়েলথ পরিবারে নারী নেতৃত্বের বিষয়টি তুলে ধরার বিষয়ে মহাসচিবের পরামর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিবাচক সাড়া দেন।

মহাসচিব প্রকৃতি সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের নেয়া পদক্ষেপ বিশেষভাবে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী কমনওয়েলথের অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ তোফাজ্জেল হোসেন মিয়া, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য এবং জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে যোগ দিতে এখন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সরকারি সফরে রয়েছেন শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রী।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার কমনওয়েলথ মহাসচিব ছাড়াও যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এ দক্ষিণ এশিয়া, উত্তর আফ্রিকা, জাতিসংঘ ও কমনওয়েলথ বিষয়কমন্ত্রী লর্ড আহমদ সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা।

Back to top button