আন্তর্জাতিক

আর্মেনিয়া-আজারবাইজান সংঘাতে নিহত দুই শতাধিক

নিউজ ডেস্ক- নাগোরনো-কারাবাখে আর্মেনিয়া ও আজারবাইজান সেনাদের মধ্যে সংঘাতে চলতি সপ্তাহে কমপক্ষে ১৩৬ জন নিহত হয়েছে বলে শুক্রবার দাবি করেছে আর্মেনিয়া। এ নিয়ে দুই বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাতে সেখানে দুই শতাধিক মানুষ নিহত হয়েছে বলে শুক্রবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

মঙ্গলবার শুরু হওয়া সংঘর্ষে উসকানি দেওয়ার জন্য উভয় পক্ষই একে অপরকে অভিযুক্ত করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমে এই সংঘাত শেষ হয়।

১৯৯০ এর দশক থেকেই আজারবাইজানের আর্মেনিয়ান জনবহুল ছিটমহল নাগোরনো-কারাবাখ নিয়ে দেশ দুটির মধ্যে বিরোধ শুরু হয়। ককেশাস অঞ্চলের প্রতিবেশী দেশ দুটি যুদ্ধ করেছে ২০২০ সালে নাগোরনো-কারাবাখ নিয়ে সরাসরি যুদ্ধ শুরু করে। রাশিয়ার মধ্যস্থতায় সেই লড়াই বন্ধ হয়েছিল। দুই দেশের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষিত হয়েছিল।

Back to top button