সারাদেশ

আন্ত ব্যাংকে ডলারের দাম আরো ৭৫ পয়সা বাড়ল

নিউজ ডেস্ক- আন্ত ব্যাংকে ডলারের বিক্রয় দর আরো বেড়েছে। আজ বুধবার ব্যাংকগুলোর ডলার কেনাবেচার গড় দাম দেখা গেছে ১০২ টাকা ৩৭ পয়সা, যা মঙ্গলবার ছিল ১০১ টাকা ৬৭ পয়সা। আর বিক্রয়মূল্য বেড়ে হয়েছে ১০৬ টাকা ৯০ পয়সা, যা মঙ্গলবার ছিল ১০৬ টাকা ১৫ পয়সা। আন্ত ব্যাংক লেনদেনে ডলারের দর আরো ৭৫ পয়সা বেড়েছে।

এখন এক ডলার কিনতে ব্যাংকগুলোকে গুণতে হয়েছে ১০৬ টাকা ৯০ পয়সা, যা মঙ্গলবার ছিল ১০৬ টাকা ১৫ পয়সা। এ হিসাবে একদিনে ৭৫ পয়সা বাড়ল ডলারের দর। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ব্যাংকগুলোর ডলারের কেনাবেচার গড় দামে বলা হয় তাতে এই তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার ডলারের আন্ত ব্যাংক লেনদেনের মূল্য বদলে ফেলে। তবে সেটি কেন্দ্রীয় ব্যাংকের দর নয়, ব্যাংকগুলোর নিজেদের মধ্যে লেনদেন করা ডলারের দাম। ব্যাংকগুলো যে দামে ডলার কেনাবেচা করে, সেটিকে আন্ত ব্যাংক দাম বলা হচ্ছে। এতদিন কেন্দ্রীয় ব্যাংক যে দামে ডলার কেনাবেচা করত, সেটি আন্তব্যাংক দর হিসেবে উল্লেখ করা হতো। এতদিন সেই দামই ওয়েবসাইটে প্রকাশ করে আসছিল বাংলাদেশ ব্যাংক।

কিন্তু হঠাৎ এ দামে পরিবর্তন আনে কেন্দ্রীয় ব্যাংক। তবে রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংক আগের দামেই ডলার বিক্রি করছে। আজ ডলার বিক্রি করা হয়েছে ৯৬ টাকা দরে। অন্যদিকে রাজধানীর খোলাবাজারে মানি এক্সচেঞ্জগুলো আজ ১১৪ টাকা দরে ডলার বিক্রি করেছে।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে বলা হয়েছে, টাকা ও ডলারের বিনিময়মূল্য ব্যাংকগুলো নির্ধারণ করেছে। জোগান ও চাহিদা এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশনের (বাফেদা) দামের ভিত্তিতে ডলারের এই দাম নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক দৈনন্দিন ভিত্তিতে ডলার কেনাবেচার মধ্যে নেই। তবে বাজার বিবেচনায় প্রয়োজন হলে কেনাবেচা করবে।

কেন এই সিদ্ধান্ত জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ‘বাফেদা নির্ধারিত দরে ব্যাংকগুলো নিজেরা লেনদেন করবে। এটি আন্ত ব্যাংক লেনদেন হিসেবে বিবেচিত হবে। কেন্দ্রীয় ব্যাংক আগের মতো প্রতিদিন ডলার বিক্রি করবে না। তবে প্রয়োজন হলে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করা হবে। কিন্তু আন্ত ব্যাংক রেট বাংলাদেশ ব্যাংকের ডলার বিক্রির রেট হবে না। ’

গত রবিবার ব্যাংকারদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বৈদেশিক মুদ্রার ডিলার ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) বৈঠক করে আন্ত ব্যাংকে ডলারের বিনিময় হার হবে ১০৬ টাকা ১৫ পয়সা নির্ধারণ করে। সেই অনুযায়ী, প্রবাস আয় (রেমিট্যান্স) আনতে প্রতি ডলারের সর্বোচ্চ দর হবে ১০৮ টাকা, আর রপ্তানি বিল নগদায়ন হবে ৯৯ টাকায়। আর আমদানির এলসি খোলার ক্ষেত্রে বিনিময় হার নির্ধারণ করা হবে প্রবাস আয় ও রপ্তানি আয়ের বিনিময় হারের গড় করে। সব ব্যাংকে ডলারের এই দর কার্যকর হয়েছে।

Back to top button