বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজার আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য প্রবীন মুরব্বি হারিছ উদ্দিন হারি আর নেই

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও মুল্লাপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন সদস্য, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব হাজি হারিছ উদ্দিন হারি মেম্বার আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মঙ্গলবার রাত সোয়া ১১ টায় তিনি পাতন গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন থেকে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে হারি মেম্বার স্ত্রী, ছেলে মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যু খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজার নামাজ আগামী কাল বুধবার বেলা সোয়া ২ টায় বাঘমারা শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে৷ এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন মরহুমের পুত্র উপজেলা যুবলীগ নেতা এমিল হোসেন।