খেলাধুলা

ভারতকে গুঁড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

কৃষ্ণা রানি সরকার গোল করলেন, গোল করালেন। সিরাত জাহান স্বপ্না বারবার প্রতিপক্ষ ডিফেন্সে হানা দিয়ে আদায় করেন দুই গোল। অধিনায়ক সাবিনা খাতুনকে পাওয়া গেল সেরা ছন্দে। মেয়েদের ফিফা র‍্যাঙ্কিংয়ে ৮৯ ধাপ এগিয়ে থাকা ভারতে গুঁড়িয়ে দিয়ে জিতল বাংলাদেশ।

মঙ্গলবার নেপালের কাঠমুন্ডুর দশরথ স্টেডিয়ামে নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে দুই গোল করেছেন স্বপ্না, আরেক গোল এসেছে কৃষ্ণার পা থেকে।

এর আগে গ্রুপ পর্বে মালদ্বীপকে ৩-০ গোলের ব্যবধানে উড়িয়ে দেয়ার পর পাকিস্তানকে ভাসিয়েছে ৬-০ গোলে।
আর তাতেই গ্রুপ ‘এ’ থেকে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছেন সাবিনা খাতুনরা। নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে ভারতও ইতোমধ্যে শেষ চারে জায়গা করে নিয়েছে।

সেমিফাইনাল নিশ্চিত করলেও বাঘিনীদের লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। তাই সাবিনারা এ ম্যাচে কোনো ছাড় দিতে চান না সাফের পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে।

লক্ষ্য স্থির রেখেই মাঠে নামে ছোটনের শিষ্যরা। আর তাতেই সফল হয় তারা। যদিও ম্যাচের দ্বিতীয়ার্ধ এখনও বাকি।

তবে প্রথমার্ধ শেষে এগিয়ে বাংলাদেশই। ম্যাচের ১২ মিনিটেই দলকে এগিয়ে দেন স্বপ্না। ১০ মিনিট পর দলের ব্যবধান দিগুণ করে আনন্দে ভাসান কৃষ্ণা রাণী সরকার।

Back to top button