রাতেও বিয়ানীবাজারে সরব পরিবহন শ্রমিকরা, রাস্তায় পিকেটিং

নিজস্ব প্রতিবেদকঃ ৫ দফা দাবীতে শ্রমিক ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার ডাকে কর্মবিরতির প্রথম দিনে সকালের পর এবার সন্ধ্যায়ও সক্রিয় পরিবহন শ্রমিকরা। তারা বিয়ানীবাজারের বিভিন্ন পয়েন্টে গাড়ি আটকিয়ে পিকেটিং করছেন।
সরেজমিনে মঙ্গলবার সন্ধ্যায় বিয়ানীবাজার- বারইগ্রাম সুপাতলা নামক স্থানে এমন চিত্র দেখা গেছে। তবে অনেকেই বাক শ্রমিকদের সাথে বাক বিতন্ডায় জড়াচ্ছেন। এমন চিত্র উপজেলার কয়েকটি রাস্তায় রয়েছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে, দিনব্যাপী শ্রমিক ধর্মঘটে স্থবির অনেকেই বিকালে বেরিয়েছিলেন কাজ শেষে বাড়ি ফিরবেন তাদের ক্ষেত্রে একটুও সদয় হচ্ছেন না শ্রমিকরা।
উল্লেখ্য, ৫ দফা দাবীর প্রেক্ষিতে সিলেট জেলাব্যাপী আজ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। রাতে শ্রমিক নেতাদের সাথে মিটিংয়ে বসবেন সিলেট বিভাগীয় কমিশনার।
শ্রমিকদের পাঁচদফা দাবি হলো:
#. ট্রাফিক পুলিশের হয়রানি, রেকারিং বাণিজ্য ও মাত্রাতিরিক্ত জরিমানা আদায় বন্ধ, মহানগর পুলিশ কমিশনার, পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার ও অতিরিক্ত উপকমিশনারকে প্রত্যাহার;
# গাড়ি ফিটনেস মামলা সঠিকভাবে করা, সিলেট শ্রম আদালতে শ্রমিক ইউনিয়নগুলোকে হয়রানি বন্ধ এবং আদালত থেকে শ্রমিক প্রতিনিধি নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার;
# হাইকোর্ট, সুপ্রিম কোর্টের নির্দেশনার প্রেক্ষিতে বন্ধ পাথর কোয়ারি খুলে দিতে হবে;
# সিলেটের সব ভাঙা সড়ক সংস্কার;
এবং
#সিএনজিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ করতে হবে। অটোবাইক, ব্যাটারিচালিত রিকশা, ডাম্পিং করা গাড়ি এবং অন্য জেলা থেকে আগত গাড়ি চলাচল বন্ধ করতে হবে।
তার অভিযোগ- দীর্ঘদিন ধরে এসব দাবি জানানো হলেও আশ্বাসের মধ্যেই তাদের বার বার আটকে রাখছে প্রশাসন। একটি দাবিও আজ পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি।