সুনামগঞ্জ

ছাতকে বিএনপির সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

টাইমস ডেস্কঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেমূল্য বৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি এবং পুলিশের গুলিতে ভোলা ও নারায়গঞ্জে বিএনপির তিন কর্মী হত্যার প্রতিবাদে ডাকা কর্মসূচিতে আধিপত্য বিস্তার নিয়ে নিজেদের মধ্যে বিবাদে ঝড়ায় বিএনপি কর্মীরা।

ছাতক উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।

সমাবেশ চলাকালে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সমাবেশ চলাকালে হঠাৎ সংঘর্ষ শুরু হয়। দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় সমাবেশ স্থলসহ আশপাশ এলাকায় ছড়িয়ে পড়ে আতংক।

এসময় অনেককেই দোকানপাট ফেলে নিরাপদ আশ্রয়ে চলে যেতে দেখা গেছে। যানবাহনের ছুটাছুটি ও দোকানপাটের সাটার লাগানোর শব্দে গোটা শহরে আতংক ছড়িয়ে পড়ে। স্থানীয় পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন সংঘর্ষ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে দেখা যায়। তবে সংঘর্ষ বেশিক্ষণ স্থায়ী না হওয়ায় সমাবেশ চলছিল ধারাবাহিকভাবেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি বিবাদমান গ্রুপের অভ্যন্তরিণ কোন্দলের জের ধরেই সংঘর্ষের সূত্রপাত ঘটে। ঐক্যবদ্ধ হয়ে সমাবেশ শুরু হলেও নেতাকর্মীদের মধ্যে পৃথক সেন্টিমেন্ট কাজ করতে দেখা গেছে। আগত নেতাকর্মীরা স্ব-স্ব নেতার নাম উল্লেখ করে মিছিলে শ্লোগান দেন। এসময় দুটি খন্ড মিছিল সমাবেশ স্থলে আসার পথে আধিপত্য বিস্তার নিয়ে হঠাৎ তারা মুখোমুখী সংঘর্ষে লিপ্ত হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মিছিলকারী এক কর্মীর হাতে থাকা দলীয় পতাকা বাধা বাশ দিয়ে প্রতিপক্ষকে আঘাত করার পরই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

অন্যদিকে বিএনপির মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের কঠোর অবস্থান ছিল বেশ লক্ষনীয়। পুলিশের সতর্ক অবস্থানের কারণে সংঘর্ষ বেশিদূর গড়াতে পারেনি বলে অনেকেই মন্তব্য করেছেন।

তবে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় বিএনপির বিবাদমান দুই গ্রুপের কেউই মুখ খুলতে রাজি হননি।

সমাবেশে সভাপতিত্ব করেন ছাতক পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ তিতুমীর।

সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন এবং তথ্য ও গবেষণা সম্পাদক শামছুর রহমান শামছুর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- বিএনপি নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল, সহ সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, শেরেনুর আলী, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রহমান, নাদের আলম, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সামছুজ্জামান, জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গির আলম প্রমুখ।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, জেলা বিএনপি নেতা জয়নাল আবেদীন মহি, আবু হুরায়রা ছুরত, হিফজুল বারী শিমুল, আবু সুফিয়ান, সাবেক চেয়ারম্যান নজরুল হক, ইউপি চেয়ারম্যন আবুল হাসনাত, শামসুর রহমান বাবুল, লায়েক শাহ, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, উপজেলা যুবদলের সভাপতি সদরুল আমিন সোহান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাকী বিল্লাহ, লিজন তালুকদার, আব্দুল মুনম মামনুনসহ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসবেকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Back to top button