সারাদেশ

বিরিয়ানি আনতে পাঠিয়ে ভ্যান নিয়ে পালালো চোর, কান্না থামছে না কিশোর সালমানের

কিশোর সালমানের বয়স ১২ বছর। সে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ঘরে অসুস্থ মা-বাবা। তাদের প্রতিদিন ৫০০ টাকার ওষুধ লাগে। চিকিৎসা আর সংসারের খরচ সামলাতে ভাড়ায় চালিত ব্যাটারি ভ্যান চালায় সে। আজ শনিবার ১০ সেপ্টেম্বর সকালে ভ্যান নিয়ে বের হলে দুজন লোক ভাড়া নেয়। পরে সালমানকে বিরিয়ানি আনতে পাঠিয়ে তারা ভ্যান নিয়ে পালিয়ে যায়। এরপর থেকেই গোপালগঞ্জ সদর হাসপাতালের সামনে বসে বুকফাটা আর্তনাদ করছে সালমান।

জানা যায়, সালমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি গ্রামের আইয়ুব আলীর ছেলে। আজ শনিবার সকালে টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জ সদর হাসপাতালে এসে সিলিন্ডার নিয়ে আবার টুঙ্গিপাড়ায় ফিরতে হবে বলে দুইজন লোক সালমানের ব্যাটারিচালিত ভ্যান ৫০০ টাকায় ভাড়া নেয়। আসার পরে দুজনের মধ্যে একজন ১২০ টাকা দিয়ে এক প্যাকেট বিরিয়ানি আনতে পাঠায় সালমানকে। সালমান বিরিয়ানি আনতে গেলে তারা ভ্যান নিয়ে পালিয়ে যায়। বিরিয়ানি নিয়ে ফিরে এসে সালমান দেখে, তার ভ্যানও নেই, দুজন লোকও নেই।

এদিকে কান্নাজড়িত কণ্ঠে সালমান বলে, দুজন লোক আমার ভ্যান ভাড়া নেয়। তারা টুঙ্গিপাড়া থেকে সদর হাসপাতাল থেকে সিলিন্ডার নিয়ে আবার টুঙ্গিপাড়ায় আসার কথা বলেন। সদর হাসপাতালে পৌঁছালে শুরু করেন নানান বাহানা। এক পর্যায়ে আমাকে ১২০ টাকা দিয়ে বিরিয়ানি আনতে পাঠায়। ফিরে এসে দেখি, আমার ভ্যান নেই।

সে আরও বলে, আমার কোনো বড় ভাই নেই। বাবা-মা দুজন অসুস্থ। ভ্যান চালিয়ে আমি আমার বাবা-মার চিকিৎসার খরচ যোগায়। প্রতিদিনের বাজারের খরচ টানতে হয়। আমি এখন কিভাবে আয় করব? আমার বাবা-মাকে কে দেখবে? এদিকে ছেলের ভ্যান হারিয়ে যাওয়ার কথা শুনে ছুটে এসেছেন অসুস্থ মা।

এ সময় সালমানের মা বুকফাটা আহাজারি করতে করতে বলেন, সকাল হলে আমাগো কিস্তি আছে। আমরা এহন কী করবানি? আমাগের সংসার চলত এই ভ্যান দিয়ে। আমরা এহন কী খাইয়ে বাঁচবানি। আমাগে তো কেউ নাই। আমাগে কে দেখবে এহন। আরেকটা ভ্যান কেনার টাকা কই পাব?

এ সময় স্থানীয় এক স্বেচ্ছাসেবী এম আরমান খান জয় বলেন, আমরা খবর পেয়ে এসে দেখি, ছেলেটি ভ্যান হারিয়ে আহাজারি করছে। দেখে খুবই খারাপ লাগছে। এতটুকু একটা বাচ্চা পেটের দায়ে ভ্যান নিয়ে রাস্তায় নেমেছে। আমাদের পক্ষ থেকে ছেলেটিকে সামর্থ্য অনুযায়ী সাহায্য করব। ভ্যানটির খোঁজ অথবা সালমানকে কেউ সাহায্য করতে চাইলে ০১৯৮৮-৬৭৬৭৭৫ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Back to top button