সিলেট

সিলেটের থানায় চোরাইগরু, মালিক খুঁজছে পুলিশ

টাইমস ডেস্কঃ সিলেটের জালালাবাদ থানা পুলিশ ৩ টি চোরাই গরু উদ্ধার মালিক খুঁজছে। জালালাবাদ থানার বাদে আলী গ্রাম থেকে ৫ মে ৩ টি গরু উদ্ধার করে জব্দ করেছে থানা পুলিশ। অনেক খবর নিয়ে গরু তিন টির প্রকৃত মালিককে খুঁজে পাওয়া যায়নি। বর্তমানে গরু তিনটি জালালাবাদ থানা পুলিশ হেফাজতে রয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার অফিসার ইনর্চাজ মো. নাজমুল হুদা খান।

গরু তিন টির প্রকৃত দাবিদার থাকলে উপযুক্ত প্রমাণ নিয়ে জালালাবাদ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে থানার পক্ষ থেকে। চুরির ঘটনায় জালালাবাদ থানায় এ ব্যাপারে একটি মামলা রুজু করা হয়েছে। যার নং ১২/১৯, ৫ মে ২০২২।

Back to top button