আন্তর্জাতিক

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। আজ বৃহস্পতিবার তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে বাকিংহাম প্যালেস।

রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হওয়ায় রানি এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ছিলেন চিকিৎসকরা। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকা অবস্থায় ৯৬ বছর বয়সে মারা গেলেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ব্লুমবার্গের খবর থেকে জানা যায় তার মৃত্যুর খবর।

সকালেই রাষ্ট্রীয় দফতর থেকে জানানো হয়েছিল, শারীরিক অসুস্থতার জন্য আগামী কিছুদিন তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে। সকালে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন যুক্তরাজ্যের নবনিযুক্তপ্রধানমন্ত্রী লিজ ট্রাস। গতকালই তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন রানি এলিজাবেথ।

Back to top button