জিএম কাদেরের মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ৫

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে ফোনটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোরশেদ আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ৩১ আগস্ট বিমানবন্দর এলাকা থেকে জিএম কাদেরের আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলের মোবাইলটি ছিনতাই হয়। এ ঘটনায় ৫ জন ছিনতাইকারীসহ মোবাইল ফোনটি উদ্ধার করেছি। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছিল। আজ বিকাল ৩টার দিকে উদ্ধার হওয়া মোবাইল ফোনটি জিএম কাদেরের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট রাতে সংসদ ভবন থেকে উত্তরার বাসায় যাচ্ছিলেন জি এম কাদের। রাত ১১টার দিকে বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের সামনে আসলে যানজটে আটকা পড়ে তার গাড়ি। এসময় তিনি গাড়ির জানালা খুলে হাতে মোবাইল নিয়ে বসেছিলেন। হঠাৎ এক ছিনতাইকারী তার ফোনটি নিয়ে দৌড়ে পালিয়ে যায়।