
মো: করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাটঃ সিলেটের গোয়াইনঘাটে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় ফেনসিডিলের চালানসহ ১ জনকে আটক করেছে সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর জোন)।
সূত্রে জানাযায় শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ডিবি উত্তর জোন) রেফায়েত উল্লাহ চৌধুরী’র নেতৃত্বে এস আই নিতাই লাল রায় সঙ্গীয় ফোর্সসহ গোয়াইনঘাট থানার সাকের পেকের খাল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সোহেল রানা নামে একজনকে আটক করে। এ সময় ধৃত আসামির কাছ থেকে আমদানি নিষিদ্ধ ৫০০ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ফেনসিডিল বহনের একটি পিকআপ গাড়ি আটক করা হয়।
ধৃত আসামি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের জয়নাল আবেদীন ছেলে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ডিবি উত্তর জোন) রেফায়েত উল্লাহ চৌধুরী ৫শত বোতল ভারতীয় তৈরি ফেনসিডিলসহ ১ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন ধৃত আসামির বিরুদ্ধে এসআই নিতল লাল রায় বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিধি মোতাবেক জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।