তাহিরপুরে অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক- সুনামগঞ্জের তাহিরপুরে খাদিজা আক্তার (২৪) নামের অন্তঃসত্ত্বা এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের শামিম আহমেদর স্ত্রী।
রবিবার (২৮ আগস্ট) সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে বসত ঘরের শয়নকক্ষে আড়ার মধ্যে ওড়না পেছানো অবস্থায় পরিবারের লোকজন তাকে দেখতে পায়। নিহত খাদিজা ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শামিম আহমেদের সঙ্গে মনোমালিন্যের জের ধরে পরিবারের সবার অজান্তে খাদিজা নিজ বসত ঘরের শয়ন কক্ষের আড়ার মধ্যে ওড়না পিছিয়ে আত্মহত্যা করেন তিনি। একপর্যায়ে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে থানায় বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরন করে। আড়াই বছর আগে নিহত খাদিজার সাথে শামিম আহমেদর সঙ্গে বিয়ে হয়েছিল।
তাহিরপুর থানার ওসি ইফতেখার হোসেন বলেন, ‘অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামীর সঙ্গে মনোমালিন্যের জের ধরে তিনি আত্মাহত্যা করেছেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।’