সিলেটে বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন সর্বোচ্চ স্বচ্ছতার সাথে কাজ করেছে-জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলার সকল প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা স্বচ্ছতার সাথে কাজ করেছেন। ত্রাণ, খাবার ও নগদ অর্থ বিতরণে কোথাও কোন অনিয়ম হয়নি। আমাদের কাছে এক চটাক চাল দুর্নীতি হয়েছে সেরকম কোন অভিযোগ কেউ দেয়নি। ইউপি চেয়ারম্যানরা নিষ্টার সাথে কাজ করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তারাও খুব ভালভাবে দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলা সভাকক্ষে বিয়ানীবাজার উপজেলার সকল বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে বন্যা পরবর্তী করণীয় বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেটের জেলা প্রশাসক আরো বলেন, পুরো সিলেটের জন্য ৫কোটি টাকা নগদ অর্থ, ২ হাজারের বেশি মেট্রিক টন চাল এবং ২০ হাজার প্যাকেট শোকনা খাবার এবার বন্যায় বিতরণ করা হয়েছে। বিয়ানীবাজার উপজেলায় ৯৬ মেট্রিক টন চাল বিতরণ, ২০ লাখ ৫০ হাজার টাকা ও ১২ প্যাকেট শোকনা খাবার করা হয়েছে। বন্যা পরবর্তী সময়ে কৃষিখাতে বিয়ানীবাজার উপজেলার ১৩শত কৃষককে সার ও বীজ প্রদান করা হয়েছে। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্ঠায় এবারের প্রাকৃতিক দুর্যোগ আমরা সঠিকভাবে মোকাবেলা করতে পেরেছি। আগামীতেও এরকম পরিস্থিতির উদ্ভব ঘটলে আমরা সহজের সেটি মোকাবেলা করতে পারবো। বন্যার সময়ে আমাদের কার্যক্রম প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়েছিল। সেখানকার দায়িত্বশীলরা সন্তোষ্টি প্রকাশ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূরের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা প্রকৌশলী হাসানুজ্জামান, পুলিশ পরিদর্শক মেহেদি হাসান, কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদুন্নবী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোমান মিয়া, নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন, মাধ্যমিক কর্মকর্তা মৌলদুর রহমান, মৎস্য কর্মকর্তা হাসিবুল হাসানসহ প্রশাসনিক কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান জহুর উদ্দিন, হোসেন মুরাদ, তুতিউর রহমান তোতা, জালাল আহমদ, ফরিদ আহমদ ও দেলোয়ার হোসেনসহ আরো অনেকে।