বিয়ানীবাজার সংবাদ

বন্যায় ক্ষতিগ্রস্থ বিয়ানীবাজারের পাচ শতাধিক পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা!

২০২২ সালের মতো ভয়াবহ বন্যা স্মরণকালে দেখে নি সিলেট অঞ্চলের মানুষ। ভয়াবহ এই বন্যায় অসহায় পড়ে অনেকেই। সেই মুহুর্তে সরকারের পাশাপাশি এগিয়ে আসে বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।

বন্যার কারণে ঘর হারা হয়েছেন বিয়ানীবাজারে। ক্ষতিগ্রস্থ সেই ঘরবাড়ি পুনর্বাসন সহায়তা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিয়ানীবাজারের ক্ষতিগ্রস্থ ৪৯৫ পরিবার ৪৯ লাখ ৫০ হাজার টাকা প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পাচ্ছেন। উপজেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা ইউনিয়ন ও পৌরসভার দায়িত্বশীলদের মাধ্যমে তালিকা প্রণয়ন ও অর্থ বিতরণ করবেন। ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবার পাবেন ১০ হাজার টাকা নগদ সহায়তা।

তবে এই তালিকায় কারা আছেন, তা জানা যায়নি। প্রকৃত ক্ষতিগ্রস্থরা যাতে এই সহায়তা পায় তা তদারকি করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

ভয়াবহ বন্যায় যাদের বাড়ির ঘর তলিয়ে গেছে কেবল সেইসব পরিবারকে এ সহায়তা প্রদান করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা তৈরী করেছেন প্রত্যেক ইউনিয়নের জনপ্রতিনিধিরা।

সরকারি নগদ অর্থ সহায়তা আজকালকের মধ্যে পেয়ে যাবে উপজেলা প্রশাসন। নগদ অর্থের চেক প্রাপ্তি সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে বিতরণ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর।

তিনি বলেন, বন্যায় ঘরবাড়ি তলিয়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা চেয়ারম্যানদের মাধ্যমে করা হয়েছে। বিয়ানীবাজার ৪৯৫জন সরকারের নগদ অর্থ সহায়তা পাবেন। আজ (মঙ্গলবার) চেক পেয়ে গেলে কাল থেকে বিতরণ করতে পারবেন বলে তিনি জানান।

Back to top button