মৌলভীবাজারসিলেট
কোম্পানীগঞ্জে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ উত্তর পাড়ায় গলায় ফাঁস লাগা ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি জাবেদ মিয়া (৪০)। সে ভোলাগঞ্জ উত্তর পাড়ার গনি মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৩০ জুন) রাত ৯টার দিকে জাবেদ মিয়ার নিজ ঘরে এ ঘটনাটি ঘটে। বর্তমানে জাবেদের মরদেহ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত ফয়েজ আহম্মেদ ফাঁস লাগার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা ও অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে। পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে পারিবারিক কলহের জেরে এ আত্মাহত্যার ঘটনা ঘটেছে।