তাহিরপুরে বন্যার পানিতে বিদ্যুৎ স্পৃষ্টে ছাত্র নিহত, আহত দুই শিশু

সুনামগঞ্জের তাহিরপুরে বন্যার পানিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
নিহত ছাত্রের নাম মাহমুদ মিয়া (১১)। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মাটিয়ান গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে এবং মাটিয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র।
অপরদিকে পৃথক স্থানে আরো দুই শিশু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারাত্বক আহত হয়েছে। আহত শিশুরা হলো একই উপজেলার পার্শ্ববর্তী দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামের রফিক মিয়ার ছেলে পারভেজ মিয়া (১১) এবং বাতিজা জিসান (১০) মিয়া।
জানা যায়, বুধবার বিকালে নিহত স্কুলছাত্র মাহমুদ মিয়া ছোট নৌকা দিয়ে মাটিয়ান হাওরে যেতে গিয়ে নিজ বাড়ীর সামনে বন্যার পানির মধ্যে পল্লী বিদ্যুৎতের খুটির তারে জড়িয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্রে নিয়ে গেলে এখানকার জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
অপরদিকে একইদিনে বিকাল ৫টার দিকে উপজেলা দক্ষিণ বড়দল ইউনিয়নের বড়দল পুরানহাঠি গ্রামের রুহুল আমিনের অটো রাইস মিলে পারভেজ ও জিসান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্বক আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্রে নিয়ে যান। তাদের অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসকরা তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান বলেন, স্কুলছাত্র হাসপাতাল আসার পূর্বেই মারা গেছে এবং গুরুতর আহত দু শিশুকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্র মারা গেছে এবং দুই শিশু আহত হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।