বিয়ানীবাজারে বন্যার্তদের পাশে আওয়ামী লীগ নেতা পাভেল মাহমুদ

সিনিয়র প্রতিবেদক : বন্যায় পুরো সিলেট সহ ক্ষতিগ্রস্ত বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ পৌরসভার বানবাসি মানুষ। এখন পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের আশ্রয় কেন্দ্র গুলোতে অসহায়ত্ব মেনে নিয়ে আশ্রয় নিয়েছেন কয়েক লাখ মানুষ। তাই তো সাধারণ মানুষের এমন দুর্দিনে ঘরে বসে থাকতে পারেননি বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পাভেল মাহমুদ।
বিয়ানীবাজার পৌরসভায় নয়াগ্রাম দাসগ্রাম সহ বিভিন্ন জায়গায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে দলের নেতাকর্মীদের নিয়ে পাশে দাড়িয়েছেন তিনি দিয়েছেন ভালোবাসা হিসেবে উপহার সামগ্রী যেগুলো দিয়ে একটি পরিবার নির্দ্বিধায় কয়েক দিন চুলো জ্বালাতে পারবে। পৌরসভা সহ উপজেলার শেওলা ইউনিয়ন সহ সব কয়েকটি ইউনিয়নে ধারাবাহিক ভাবে অনেকটা প্রচার প্রচারণা ছাড়াই সাধারণ মানুষের পাশে দাড়াচ্ছেন ছাত্রলীগ থেকে রাজনীতিতে আসা এই নেতা।
পাভেল মাহমুদ সিলেট জেলা ছাত্রলীগের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক থাকাকালীন সময়ে ছাত্রলীগকে সু সংগঠিত করতে কাজ করা সহ আওয়ামী লীগের কমিটিতে আসার পর বিভিন্ন দিবসে নেতাকর্মীদের নিয়ে সরব ভুমিকা রেখেছেন বলে জানা যায়।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা পাভেল মাহমুদ বলেন, বর্তমানে বন্যা পরিস্থিতিতে পুরো সিলেটের মানুষ ক্ষতিগ্রস্ত বিশেষ করে আমাদের প্রিয় বিয়ানীবাজার ভালো নেই। আমাদের যাদের সামর্থ আছে তাদের হাতের দিকে ছেয়ে আছে এই সব বানবাসি মানুষ। আমারা দেশে বিদেশে অবস্থানরত সকলের সহযোগিতায় নেতাকর্মীদের নিয়ে চেষ্টা করছি সাধ্যমতো কাজ করার।