বিয়ানীবাজার সংবাদ

পানিবন্দি মানুষকে বিয়ানীবাজার থানা-পুলিশের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক- প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার এখন বন্যাকবলিত। পুরো উপজেলার প্রায় ৯২ শতাংশ মানুষ এখন বন্যায় আক্রান্ত। পনিবন্দি হওয়ায় বন্যার্ত মানুষের মধ্যে এখন দেখা দিয়েছে কৃত্তিম খাবার সংকট।

বিয়ানীবাজার উপজেলায় বন্যাকবলিত মানুষের পাশে শুরু থেকেই দাড়িয়েছে বিয়ানীবাজার থানা পুলিশ। তার ধারাবাহিতকতায় বৃহস্পতিবার(২৩ জুন) বিয়ানীবাজার উপজেলার মাথিউড়া ইউনিয়নের ১০০ পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে থানা পুলিশের পক্ষ থেকে এবং এবং ২০০ জনকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(২৩ জুন) বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়ের নেতৃত্বে এসব ত্রাণ এবং রান্না করা খাবার বিতরণ করা হয়।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বিয়ানীবাজার টাইমসকে জানান পুলিশ সুপারের নেতৃত্বে বন্যার্তদের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হচ্ছে। অসহায় মানুষের পাশে সব সময় বিয়ানীবাজার থানা পুলিশ রয়েছে বলেও জানান তিনি।

Back to top button