লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর কামরুল হোসেন মুন্নাকে নাগরিক সংবর্ধ্বনা

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারের সাবেক ছাত্রনেতা, যুক্তরাজ্য প্রবাসী ব্রিটেনের রাজনীতিতে এস্পায়ার পার্টি থেকে নির্বাচিত টাওয়ার হ্যামলেটসের নবনির্বাচিত কাউন্সিলর কামরুল হোসেন মুন্নাকে নাগরিক সংবর্ধ্বনা দিয়েছে বিয়ানীবাজার উপজেলা পরিষদ।
ভয়াবহ বন্যার কারনে নাগরিক সংবর্ধ্বনা অনুষ্ঠানটি সীমিত পরিসরে বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে বিয়ানীবাজার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেনের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা কেএইচ সুমনের পরিচালনায় নাগরিক সংবর্ধ্বনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান, সংবর্ধ্বিত অতিথি মুন্নার সহপাঠী আবুল কাশেম পল্লব, প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক- সাবেক পৌর মেয়র আব্দুশ শুকুর।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান, সাংবাদিক-শিক্ষক আতাউর রহমান খান, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল হোসেন খসরু, শিক্ষক ফয়জুল হক, বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর মিছবাহ আহমদ, সাবেক ছাত্রনেতা আব্দুল হাসিব খোকন, উপজেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সদস্য লুতফুর রহমান ফয়সল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাহেল আহমদ, লাউতা ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক হোসেন আহমদ প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে দেশের রাজনীতি পেরিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে সফল হওয়া কামরুল হোসেন মুন্নার রাজনৈতিক প্রজ্ঞা ও নের্তৃত্বের ভূয়সী প্রশংসা করেন। আগামীতে ব্রিটেনের রাজনীতিতে বিয়ানীবাজারের এ সাফল্যযাত্রা যেনো অব্যহত থাকে।
সংবর্ধ্বিত অতিথি লন্ডনের বাংলাদেশী অধ্যুশীত হোয়াটচ্যাপেল ওয়ার্ডের এসপায়ার পার্টি থেকে নির্বাচিত কাউন্সিলর মুন্না বলেন, নাড়ির টানে বারবার দেশে আসি, রাজনীতিতে প্রবাসে আমরা সফল হলে বিয়ানীবাজারবাসীর মুখে হাসি দেখি। প্রবাস থাকলেও বাংলাদেশে থাকা স্বজনদের সুখে দুঃখে পাশে থাকতে চাই। তাকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধ্বনা দেয়ায় তিনি উপজেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা ইকবাল হোসেন একন, রুমেল আহমদ, আশিষ চক্রবর্তী, রুবেল আহমদ প্রমুখ