সিলেট

সিলেটে কারও সর্বনাশ, চোরের ‘পৌষ মাস’

নিউজ ডেস্কঃ  স্মরণকালের ভয়াবহ বন্যায় ডুবন্ত সিলেটের বাসিন্দারা একে একে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে। মধ্যবিত্তদের অনেকে দূর-দূরান্তে থাকা তাঁদের আত্মীয়স্বজনের বাসায় উঠেছেন। নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও হতদরিদ্ররা ঠাঁই নিয়েছেন আশ্রয়কেন্দ্রে। ফাঁকা বাড়িতে পড়ে আছে দামি জিনিসপত্র। এ সুযোগে একটি চক্র দুর্গত এলাকায় চুরি করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

ইঞ্জিনচালিত বোটে এসে তারা ফাঁকা বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে পালিয়ে যাচ্ছে। সিলেট নগরীর শেখঘাট এলাকার বাসিন্দা আবদুল আহাদ বলেন, গত দুই দিন রাতে এলাকায় চোর এসেছিল। দু’জন আগেই টের পেলে মসজিদের মাইক থেকে এলাকাবাসীকে চোরের ব্যাপারে সতর্ক করা হয়। এরপর চোরের দল অল্প কিছু চুরি করে পালিয়ে যায়।

নগরীর ভাতালিয়া এলাকার বাসিন্দা আরফানুল হক বলেন, এরই মধ্যে চুরি-ডাকাতি প্রতিরোধে পাহারা বসানো হয়েছে।

তবে সিলেট মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ বলেন, ‘কোথাও চুরি-ডাকাতির সুনির্দিষ্ট তথ্য নেই। কোনো একটি মহল বিষয়টি নিয়ে গুজব ছড়াচ্ছে। শনিবার রাতেও অনেক এলাকা থেকে চুরি-ডাকাতির কথা জানানো হয়। তদন্ত করে সত্যতা পাওয়া যায়নি।’

বিভিন্ন এলাকার একাধিক বাসিন্দার অভিযোগ, সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ সংসদ সদস্য ঢাকায় বসে দুর্গতদের ব্যাপারে বক্তৃতা, বয়ান ও নানামুখী পরামর্শ দিচ্ছেন। এলাকায় এসে অনেকেই দুর্গত মানুষের পাশে দাঁড়াননি। এখন পর্যন্ত বৃহত্তর সিলেটের একজন মন্ত্রী ছাড়া দুর্গতদের দেখতে কেউ এলাকায় আসেননি।

আশ্রয়কেন্দ্রের একাধিক বাসিন্দা বলেন, বিভিন্ন সংগঠন, নানা শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হলেও তা প্রয়োজনের তুলনায় কম।

এদিকে, আশ্রয়কেন্দ্রে দুর্গতদের চিকিৎসাসেবা না পাওয়ার ব্যাপারে অনেকের অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিলেটের সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত বলেন, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় প্রথম দু’দিন আশ্রয়কেন্দ্রে চিকিৎসকরা পৌঁছাতে পারেননি। রোববার থেকে আমরা কাজ শুরু করেছি। অনেক কেন্দ্রে চিকিৎসকরা যাচ্ছেন।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, গেল দু’দিন আমরা দুর্গত মানুষকে উদ্ধারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। এ জন্য ত্রাণ পর্যাপ্তভাবে পৌঁছানো সম্ভব হয়নি। এখন ত্রাণ সহায়তার দিকে মনোযোগ দেব। পর্যাপ্ত ত্রাণ আমাদের হাতে রয়েছে।

 

Back to top button