সিলেট

সিলেটে বৃষ্টি ঝরলেই ‘তৃপ্তি পাচ্ছেন মাফিয়ারা’

নিউজ ডেস্কঃস্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেট। নগরে ঢুকতে প্রধান যে তিনটি পথ, সেখানে কোমরপানি। সারি সারি বাড়ি যেন নাক উঁচু করে কোনো মতে জানান দিচ্ছে ‘ডুবিনি, এখনো টিকে আছি’। কোনো বাড়ির একতলা পর্যন্ত ডুবে আছে। কোনোটার টিনের চালে পানি। ডুবন্ত সিলেটের বাসিন্দারা একে একে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে। মধ্যবিত্তদের অনেকে দূর-দূরান্তে থাকা তাঁদের আত্মীয়স্বজনের বাসায় উঠেছেন। নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও হতদরিদ্ররা ঠাঁই নিয়েছেন আশ্রয়কেন্দ্রে।

আশ্রয়কেদ্রে এসেছেন ৪০ পেরোনো মাফিয়া বেগম। মাফিয়ার ৯ জনের পরিবার এখন ঠাঁই নিয়েছে নগরীর উপশহর এলাকার উমরশাহ তেররতন প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে।

জলযুদ্ধে থেকেও একটু বৃষ্টি ঝরলেই যেন তৃপ্তি পান মাফিয়া। ওই বৃষ্টির ফোঁটাই যে এখন মাফিয়াদের তেষ্টা মেটানোর রসদ। বিশুদ্ধ পানি মানে ওই মেঘ থেকে জল। এই পানিই তাঁদের নামিয়েছে বন্যার সঙ্গে লড়াইয়ে; বৃষ্টির জলই আবার দেখাচ্ছে বেঁচে থাকার পথ।

পাঁচ ছেলে ও দুই মেয়ের মা মাফিয়া। সিলেট নগরীর তেররতন এলাকায় রিকশাচালক স্বামী শিপন মিয়া ও সন্তানদের নিয়ে এক যুগ ধরে আছেন এই এলাকায়। সবার মতো বন্যার এমন রুদ্র রূপ আগে দেখেননি মাফিয়াও। তাঁর একচালা টিনের ঘরের ওপর দিয়ে বইছে ভীতি ছড়ানো বানের জলধারা। টানাপোড়েনের সংসারে গৃহস্থালির সামান্য যা কিছু ছিল, তা-ও ভেসে গেছে পানির তোড়ে। হাতের কাছে পাওয়া দু’খানা প্লাস্টিকের থালা আর দু’খানা পাতিল- তার কাছে হয়ে উঠেছে ‘অন্ধের যষ্টি’।

আশ্রয়কেন্দ্রের নিচতলায় কয়েকটি টেবিল জড়ো করে কোনোমতে মাথা গোঁজার চেষ্টা। সেখানেও পানির থৈ থৈ সুর। আশ্রয়কেন্দ্রে নেই পর্যাপ্ত স্যানিটেশনের ব্যবস্থা। মশারও আছে যন্ত্রণা।

সবকিছু হারিয়ে আশ্রয়কেন্দ্রে বসে তীব্র ক্ষুধার যাতনা আর ভবিষ্যৎ অনিশ্চয়তার কথা যখন শুরু করলেন, তখন মাফিয়ার দু’চোখের আঙিনায় বেদনার জল।

তিনি বলছিলেন, ‘চার দিন ধরে দিনে মাত্র একবেলা চিড়া-মুড়ি খেয়ে বেঁচে আছি। বৃষ্টির ফোঁটা ধরেছি থালায়, সেটাই খাচ্ছি। সন্ধ্যা হলেই আঁধার নামে। প্রথম দিন মোম ছিল, এখন আর নেই। ছোট ছোট এত বাচ্চা নিয়ে অন্ধকারে রাত কাটাই। বাচ্চারা ভাতের জন্য চিৎকার করে কাঁদে। বুক ফেটে যায়! কীভাবে ওদের মুখে ভাত দেব! এখন পর্যন্ত কেউ এক থালা খিচুড়িও দেয়নি।’

বিভিন্ন এলাকার একাধিক বাসিন্দার অভিযোগ, সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ সংসদ সদস্য ঢাকায় বসে দুর্গতদের ব্যাপারে বক্তৃতা, বয়ান ও নানামুখী পরামর্শ দিচ্ছেন। এলাকায় এসে অনেকেই দুর্গত মানুষের পাশে দাঁড়াননি। এখন পর্যন্ত বৃহত্তর সিলেটের একজন মন্ত্রী ছাড়া দুর্গতদের দেখতে কেউ এলাকায় আসেননি।

আশ্রয়কেন্দ্রের একাধিক বাসিন্দা বলেন, বিভিন্ন সংগঠন, নানা শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হলেও তা প্রয়োজনের তুলনায় কম।

এদিকে, আশ্রয়কেন্দ্রে দুর্গতদের চিকিৎসাসেবা না পাওয়ার ব্যাপারে অনেকের অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিলেটের সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত বলেন, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় প্রথম দু’দিন আশ্রয়কেন্দ্রে চিকিৎসকরা পৌঁছাতে পারেননি। রোববার থেকে আমরা কাজ শুরু করেছি। অনেক কেন্দ্রে চিকিৎসকরা যাচ্ছেন।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, গেল দু’দিন আমরা দুর্গত মানুষকে উদ্ধারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। এ জন্য ত্রাণ পর্যাপ্তভাবে পৌঁছানো সম্ভব হয়নি। এখন ত্রাণ সহায়তার দিকে মনোযোগ দেব। পর্যাপ্ত ত্রাণ আমাদের হাতে রয়েছে।

Back to top button