বিয়ানীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয় কেন্দ্রে ৮৬ পরিবার

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার ৮০ ভাগ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বিরামহীন বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারনে মানবেতর জীবনযাপন করছেন উপজেলার নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের মানুষ। উপজেলার সুরমা নদীর তীরবর্তী আলীনগর ও চারখাই ইউনিয়ন এবং কুশিয়ারা নদীর তীরবর্তী দুবাগ, শেওলা, কুড়ারবাজার, মাথিউরা এবং সোনাই নদীর তীরবর্তী তিলপাড়া, মোল্লাপুর, লাউতা ও মুড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে পাশাপাশি বিভিন্ন গ্রামীন রাস্তা পানিতে হচ্ছে নিমজ্জিত। বন্যা কবলিত হওয়ায় উপজেলার বেশীরভাগ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বন্ধ।
রোববার সকাল থেকে কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টে বিপৎসীমার ৬৩ সেন্টিমিটার উপর দিয়ে এবং সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৬৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রবিবার দিনব্যাপী পানিবৃদ্ধি অব্যহত রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
কুশিয়ারা নদীর শেওলা ইউনিয়নের কাকরদিয়া ও আলীপুর এলাকার ডাইক ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ করছে। নদীর ভাঙ্গা ডাইক মেরামত করছেন দুর্গত এলাকার মানুষ।
বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, জেলা প্রশাসন থেকে বন্যার্তদের জন্য ৩৩ মেট্টিক টন চাল এবং নগদ দেড়লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। ত্রাণ সহায়তার মধ্যে ২২ মেট্টিকটন চাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। একই সাথে বন্যায় আশ্রয় কেন্দ্রে থাকা পরিবারকে শুকনো খাবার বিতরণ করবে উপজেলা প্রশাসন। বিয়ানীবাজার উপজেলার প্রস্তুত রাখা ২৭টি আশ্রয় কেন্দ্রে রোববার সকাল পর্যন্ত ৮৬টি পরিবার আশ্রয় নিয়েছে। বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আশ্রিত পরিবারের সংখ্যা আরো বাড়তে পারে। সার্বিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণসহ দুর্গত এলাকায় জনপ্রতিনিধিদের মাধ্যমে ত্রাণ সহায়তা পোছানো হচ্ছে।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর জানান, কবলিত এলাকায় ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে। বন্যার সার্বিক পরিস্থিতি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সাথে ইউনিয়ন চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শিক্ষকসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের বন্যা পরিস্থিতি নিয়ে সতর্ক থাকার জন্য আহবান করা হয়েছে।