বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে চুরি যাওয়া মোটরসাইকেলসহ চুর আটক

নিজস্ব প্রতিবেদকঃ  বিয়ানীবাজারে মোটর সাইকেল চুরির দুই দিনের মাথায় আবু হানিফ নামের এক কিশোর মোটরসাইকেল চোরকে আটক করেছে জনতা। রবিবার দুপুরে বিয়ানীবাজার পৌরশহরস্ত ইনার কলেজ রোড এলাকা থেকে জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি সে স্বীকার করেছে ।

জানা যায় , গত বৃহস্পতিবার বিয়ানীবাজার কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে জুয়েল আহমেদ নামের এক যুবকের পালসার মোটরসাইকেলটি চুরি হয়ে যায় । এ ঘটনায় তিনি বিয়ানীবাজার থানায় জিডি করেন। ঘটনার দুই দিন পর রবিবার দুপুরে বিয়ানীবাজার পৌরশহরস্ত ইনার কলেজ রোডে এক কিশোরকে চুরি যাওয়া মোটরসাইকেলটি চালাতে দেখেন জুয়েলের বন্ধু মান্না আহমেদ । তিনি কিশোরকে থামার ইঙ্গিত দিলে সে পালানোর চেষ্টা করে । তাৎক্ষনিক তিনি অন্য একটি মোটরসাইকেলে করে ধাওয়া করে আটক করেন ওই কিশোরকে। পরে বিয়ানীবাজার থানায় খবর দিলে বিয়ানীবাজার থানা পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক মেহেদি হাসান সুমন বলেন,  আটক আবু হানিফ রবিবার দুপুরে জনতার হাতে ধরা পড়ে। পরে পুলিশকে ঘটনা অবহিত করলে তাকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা রজু পক্রিয়াধীন।

Back to top button