জৈন্তাপুরে স্মরণকালের ভয়াবহ বন্যা, অপরিসীম দুর্ভোগ

নিউজ ডেস্কঃ আকাশ মেঘে ভরপুর। মুষলধারে পড়ছে বৃষ্টি। কয়েকদিনের টানা বৃষ্টির কারণে সিলেটের জৈন্তাপুরে বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। জৈন্তাপুর উপজেলা সহ আশপাশের উপজেলা তলিয়ে গেছে পানির নিচে। পরিস্থিতি বিবেচনা করে বানভাসি মানুষকে উদ্ধার করতে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি কাজ করছে। বন্যার্তদের পাশে নেই স্থানীয় জনপ্রতিনিধিরা।
এবারের বন্যা অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে। অস্বাভাবিকভাবে সারী, করিচ, কাপনা ও বড় গাং নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এসকল অঞ্চল তলিয়ে যায়। আজ আষাঢ় মাসের ৪র্থ দিন বন্যার পানি কোন কোন জায়গায় বাড়লেও আবার কোথাও কমতে শুরু করেছে। জৈন্তাপুর উপজেলার লক্ষাধিক মানুষ গবাদি পশু নিয়ে গৃহহীন হয়ে পড়েছে। সেই সাথে দেখা দিয়েছে নিরাপদ খাবার ও বিশুদ্ধ পনির। বিশুদ্ধ পানির অভাবে পান করছে দূষিত পানি এতে করে বাড়ছে পানিবাহিত নানা রোগ। পানিবন্দি বসত ঘরে অবস্থান গড়ে তুলছে বিষধর সাপ ও কীটপতঙ্গ তাই বাড়ছে চতুর্মুখী আতঙ্ক। পরিস্থিতি এতটাই খারাপ যে অনাহারে, অর্ধাহারে ও ভেজা কাপড়ে দিন কাটাচ্ছে পানিবন্দি মানুষ।
শনিবার (১৮ জুন) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ (এমপি) সামান্য ত্রাণ সহায়তা বিতরণ করলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়নি।
পনির নিচে তলিয়ে গেছে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কাঞ্জর, গর্দনা, ফরফরা, শুকইনপুর, সেনগ্রাম, চাল্লাইন, তেলিজুরি, শ্রীখেল, মহাইল, মুটগুঞ্জা, সেনগ্রাম, রনিফৌদ, সাতারখাই ফতেপুর ইউনিয়নের হেমু ভাটপাড়া, মাঝপাড়া, দত্তপাড়া, বালিপাড়া, নয়াগ্রাম, নয়াগ্রাম দক্ষিন, ভেলোপাড়া,পাখিটিকি, মাঝরটুল, নমশুদ্র পাড়া, পনাটুক নিজপাট ইউনিয়নের মেঘলী, বন্দরহাটি, লামাপাড়া, ময়নাহাটি, জাঙ্গালহাটি, মজুমদার পাড়া, হর্নি, বাইরাখেল, তিলকৈপাড়া, বড়খেল, ফুলবাড়ী, ডিবিরহাওর, ঘিলাতৈল, হেলিরাই। জৈন্তাপুর ইউনিয়নের মুক্তাপুর, বিরাইমারা, বিরাইমারা হাওর, লামনীগ্রাম, কাটাখাল, খারুবিল, চাতলারপাড়, ডুলটিরপাড়, ১ নম্বর লক্ষীপুর, ২ নম্বর লক্ষীপুর, আমবাড়ী, ঝিঙ্গাবাড়ী, নলজুরী হাওর। ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের বালিদাঁড়া, লালাখাল, রামপ্রসাদ, থুবাং, বাউরভাগ উত্তর, বাউরভাগ দক্ষিণ, পুঞ্জী চিকনাগুল ইউনিয়নের কান্দীসহ উপজেলার ছয়টি ইউনিয়নের দুই তৃতীয়াংশ এলাকা প্লাবিত।
হেমু মুকামপাড়া গ্রামের বাসিন্দা হা. নূর উদ্দিন বলেন, চার দিন থেকে পরিবার নিয়ে গৃহহীন, নেই কোন খাবার। গরু ও হাসমুরগী নিয়ে মহা বিপদে। এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এতে রান্না-বান্না সহ নানা সমস্যায় চরম ভোগান্তিতে রয়েছেন তারা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন প্রকার ত্রাণ সামগ্রী পাওয়া যায়নি।
হেমু পাখিটেকি গ্রামের রাজমিস্ত্রী ফারুক আহমদ বলেন, ‘ঘরে অনেক আসবাপত্র ছিল, নিয়ে আসতে পারিনি। ধান, খাট-ফালং, লেফ-তুষক ভিজে নষ্ট হয়ে গেছে। কিছু আসবাপত্র ভেসে গেছে আনতে পারিনি। কোন রকম ছেলে সন্তান নিয়ে ফিরে এসেছি।
গর্দনা গ্রামের রিয়াজুল ইসলাাম বলেন, আমার অস্তিত্ব শেষ, দুই দুইবার বন্যায় এখন আশ্রয়হীন হয়ে পড়েছি। আমার ঘর বাড়িতে পানি। এখন সব আল্লাহর হাতে ছেড়ে দিলাম।