সুনামগঞ্জ

সুনামগঞ্জে বন্যায় আটকা পড়া ২১ ঢাবি শিক্ষার্থীকে উদ্ধার

সুনামগঞ্জে ভ্রমণে গিয়ে বন্যায় আটকা পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করেছে সুনামগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসন। তাদের আপাতত সুনামগঞ্জ পুলিশ লাইন্সে রাখা হয়েছে। আজই তাদের ঢাকা পাঠানোর বিষয়ে চেষ্টা করার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

শুক্রবার (১৭ জুন) শিক্ষার্থীদের উদ্ধারে ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এদিকে বিশ্ববিদ্যালয় ও সাংবাদিকতা বিভাগও তাদের উদ্ধারে সমন্বিতভাবে প্রচেষ্টা করেছে। সকলের সম্মিলিত উদ্যোগের প্রশংসা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জানা যায়, গত ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের ২১ জন শিক্ষার্থী সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যান। তাদের মধ্যে নারী শিক্ষার্থী ছিলেন ৭ জন। তারা সকলেই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বৃষ্টিবিঘ্নিত প্রথম দুদিন তারা মোটামুটি ভ্রমণ করে কাটালেও গত বৃহস্পতিবার সুনামগঞ্জে টানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়। এ অবস্থায় ভ্রমণে যাওয়া ঢাবির এই শিক্ষার্থীরা কোনোমতে সুনামগঞ্জ শহরে পানসী নামের একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন। সেখানে তারা খাবার, সুপেয় পানির সংকটে পড়েন। হোটেলটিতে পানি উঠে যাওয়ায় শৌচাগারের ব্যবস্থা ছিলো না।

সেখানে অনেকের মুঠোফোনে চার্জ ছিলো না। তাছাড়া সুনাগঞ্জে নেটওয়ার্ক ব্যবস্থাও অনেকটা ভেঙে পড়ায় তাদের সঙ্গে ঠিকমতো যোগাযোগ করাও ছিলো কষ্টসাধ্য। পরে শিক্ষার্থীদের একজন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের দুরাবস্থার কথা তুলে ধরে তাদের উদ্ধারের আকুতি জানান। এরপর বিষয়টি তাদের সহপাঠী ও অগ্রজদের নজরে আসলে তারা বিভাগকে জানান।

এরপর তাদের উদ্ধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে থেকে কাজ করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ।

তিনি বলেন, সুনামগঞ্জ পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি, র‍্যাবের ডিজির সঙ্গে কথা বলেছি। আইএসপিআর পরিচালকের সঙ্গেও যোগাযোগ করেছি। পুলিশ, র‌্যাব ও প্রশাসনসহ সকলের সমন্বিত প্রচেষ্টায় আমাদের শিক্ষার্থীদের উদ্ধার করে পুলিশ লাইন্সে নিয়ে যাওয়া হয়েছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান সময়ের আলোকে বলেন, আটকে পড়া শিক্ষার্থীদের নিরাপদে উদ্ধার করে পুলিশ লাইন্সে নিয়ে যাওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি দেখে তাদের ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হবে।

Back to top button