জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যুৎ বিচ্ছিন্ন, মন্ত্রীর হস্তক্ষেপে পুনঃ সংযোগ

মনিরুল ইসলাম , জুড়ীঃ মৌলভীবাজার জেলার জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের বকেয়া বিদ্যুৎ বিল জমা ছিল ১৪ লাখ ৩১ হাজার টাকা। বকেয়া বিলের কারণে পিডিবি গত ১৩ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ৪ ঘন্টা বিদ্যুৎ বিহীন থাকার পর স্থানীয় সংসদ সদস্য, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপির হস্তক্ষেপে বিদ্যুৎ পুনঃ সংযোগ পায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
পিডিবি সূত্রে জানা যায়, গত কয়েকবছর ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করা হচ্ছিল না। এতে করে চলতি মাসে বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ দাঁড়ায় ১৪ লাখ ৩১ হাজার টাকা। বিল পরিশোধের জন্য বার বার নোটিশ দেওয়া হলেও বিল পরিশোধ না হওয়ায় ১৩ জুন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে পরিবেশ মন্ত্রীর হস্তক্ষেপে হাসপাতালে বিদ্যুৎ পুনঃ সংযোগ দেওয়া হয়।
বিদ্যুৎ বিভাগের উপ সহকারী প্রকৌশলী আনসারুল কবির শামীম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও পুনঃ সংযোগের বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ বলেন, বিষয়টি সুরাহা করে দেওয়ায় মাননীয় পরিবেশ মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।
এ বিষয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস বলেন, মাননীয় মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি মহোদয় সংসদে বসে তাৎক্ষনিক স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে বিষয়টির সুরাহা করে। তিনি মন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা নিবার্হী অফিসার সোনিয়া সুলতানা বলেন, এ বিষয়টি মাননীয় মন্ত্রী ও জেলা প্রশাসক মহোদয়ের কথা বলে সুরাহা করা হয়।