বিয়ানীবাজার সংবাদ

মেয়র নির্বাচিত হয়ে চমক দেখালেন জিএস ফারুক

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে চমক দেখালেন সাবেক ছাত্রনেতা ফারুকুল হক। বিপুল ভোটের ব্যবধানে দশ মেয়র প্রার্থীকে পেছনে ফেলে নিজের অবস্থান জানান দিয়েছেন মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা হিসাবে পরিচিত বিয়ানীবাজার সরকারি কলেজর সাবেক এই জিএস। তিনি মেয়র পদে চামচ প্রতিকে ৪ হাজার ১০০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোবাইল প্রতিকের স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুস সবুর। তিনি ভোট পেয়েছেন ২ হাজার ৩শ ১৮ ভোট। নৌকা প্রতিকের প্রার্থী সদ্য সাবেক মেয়র আব্দুস শুকুর পেয়েছেন ২হাজার ২শত ৭০ ভোট। বুধবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন তাকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত পৌরসভার ৯টি ওয়ার্ডের ১০ টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয় । কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়। তবে ইভিএমে ফিঙ্গার না মিলা নিয়ে ভোটার ও প্রার্থীদের কাছ থেকে কিছুটা অভিযোগ পাওয়া গিয়েছিল। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ২৭ হাজার ৩৬৯ জন। ভোটাধিকার প্রয়োগ করছেন ১৪ হাজার ১১ টি। নির্বাচনে মেয়র পদে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

এদিকে নির্বাচিত হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জিএস ফারুক পৌরসভার ভোটার ও কর্মী সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান। পরে তার সমর্থনে বিয়ানীবাজার পৌরশহরে এক বিজয় মিছিল বের করা হয়৷ মিছিলে একটি খোলা মাইক্রো থেকে হাত নাড়িয়ে ভোটারদের অবিবাধন জানান জিএস ফারুক। এসময় তার কর্মী সমর্থকেরা চামচ চামচ বলে স্লোগান তুলেন।

নবনির্বাচিত মেয়র ফারুকুল হক আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করেন৷ তিনি নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশি ছিলেন৷ পরে আওয়ামিলীগের মনোনয়ন বোর্ড তাকে মনোনয়ন না দিলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। শেষপর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে না আসায় আওয়ামিলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়।

Back to top button