বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজার পৌর নির্বাচনে বৈরি আবহাওয়া, ভোট কাস্ট হয়েছে ৫০ শতাংশ

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার পৌর নির্বাচনে ১৪০১১ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ইভিএমে প্রথমবারের মতো ভোটের শংকা কাটিয়ে প্রায় ৫০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। পৌরসভার ৯ কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২৭৭৯০ ভোট।
বিয়ানীবাজার নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ৯টি কেন্দ্রের মধ্যে সর্বোচ্চ ৫৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে ২নং কসবা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সেখানে ২০৩৯ ভোটের মধ্যে কাস্টিং ভোট ১২০৬ ভোট। সবচেয়ে কম ৪৬ শতাংশ ভোট কাস্ট হয়েছে ৭নং খাসারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। সেখানে ২৬৪০ ভোটের ১২১৯ ভোট কাস্ট হয়েছে।
এদিকে, ভোটকেন্দ্র ঘুরে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, সারাদিন ধরে মুষলধারে বৃষ্টি হওয়ার কারনে অনেক ভোটার ভোটকেন্দ্রে আসেননি। বৈরি আবহাওয়া না থাকলে ৭০ শতাংশ ভোট কাস্টিং হতো বলে তাদের ধারনা।