বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে সব কেন্দ্রে হেরেছে নৌকা

নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুশ শুকুর নিজ কেন্দ্র ৪নং খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সব কেন্দ্রেই হেরেছেন। তার নিজ কেন্দ্র খাসায় তিনি পেয়েছেন ৩৭০ ভোট, পক্ষান্তরে বিজয়ী ফারুকুল হক পেয়েছেন ৫০৩ ভোট। সব কেন্দ্র মিলিয়ে নৌকার প্রাপ্ত ভোট ২ হাজার ৪৮।
বিজয়ী প্রার্থী ফারুকুল হক জিতেছেন তার নিজ কেন্দ্র ৩নং কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪নং খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫নং পিএইচজি উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং ৭নং খাসাড়িপাড়া সরকারি বিদ্যালয় কেন্দ্রে। তার মোট প্রাপ্ত ভোট ৪১০০।
এ পৌরসভায় আওয়ামীলীগের আরো ৩জন বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন।
পৌর নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী হেলমেট প্রতীকের আব্দুল কুদ্দুছ টিটু ৬৩২ ভোট ও অপর বিদ্রোহী কম্পিউটার প্রতীকের আহবাব হোসেন সাজু ৭০৯ ভোট পান।