বিয়ানীবাজার সংবাদ
৮নং ওয়ার্ডে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে, নারী ভোটারদের দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের নিদনপুর সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শান্তি পূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই ওয়ার্ডে এখন পর্যন্ত কোন রকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি৷ সরেজমিনে এই ভোট কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। তবে নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
ভোটাররা জানান, অত্যন্ত সুন্দর পরিবেশে তারা ভোট দিতে পারছেন। তবে ভোট দিতে ধীরগতি হচ্ছে বলেও জানিয়েছেন তারা।
এসময় স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুস সামাদ আজাদ জানান, অত্যন্ত শান্তি পূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। ভোট নিয়ে তার কোন অভিযোগ নেই। তবে ভোটাদের ফিঙ্গার না মেলার একটি অভিযোগ করেন তিনি।