সিলেট

সিলেটে রায়হান হত্যা : জামিন পেলেন এসআই হাসান

টাইমস ডেস্কঃ সিলেটে পুলিশের হেফাজতে রায়হান আহমদ হত্যা মামলায় সাময়িক বরখাস্ত থাকা উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান উদ্দিনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১২ জুন) বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যার ঘটনায় গত বছরের ২৯ জানুয়ারি তৎকালীন ফাঁড়ির টু আইসি এসআই হাসানকে গ্রেপ্তার করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারের পর হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয় পিবিআই। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

ওইসময় পিবিআই সিলেটের বিশেষ পুলিশ সুপার খালেদ-উজ-জামান জানান, হাসান রিমান্ডে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেও আদালতে স্বীকারোক্তি দেয়নি।

এর আগে রায়হান হত্যার পর হাসানকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে নজরদারিতে রাখা হয়েছিল।

Back to top button